Search
Close this search box.

কোচিং করতে এসে রাফির সঙ্গে মিতুর পরিচয়

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে আবদ্ধ হলেন ’২৪ এর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিষয়টি তালাত মাহমুদ রাফি ভেরিফাই ফেসবুকে নিশ্চিত করেন।
খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে তার হবু স্ত্রীর ছবি দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ।
নতুন যাত্রায় আপনাদের দো’আ একান্ত কাম্য। ❤️ ০৩/১২/১৪৩১ বাংলা।

অপরদিকে তার হবু স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিতু তার ফেসবুকে তাদের ছবি দিয়ে লিখেন আলহামদুলিল্লাহ।

খান তালাত মাহমুদ রাফির সঙ্গে বিয়ের পিঁড়িতে আবদ্ধ হওয়া নারী জান্নাতুল ফেরদৌস মিতুর বাড়ি বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চড়কগাছিয়ার গাবতলায়।

মিতুর মা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা মো. জাকির হোসেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

বিয়ের বিষয়ে মিতুর বাবা জাকির হোসেনকে মুঠোফোনে জানতে চাওয়া হলে জানান, পারিবারিকভাবেই রাফি ও মিতুর বিয়ে হচ্ছে। তবে কখন কোথায় হচ্ছে জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোন ছেড়ে দেন।

তবে বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস মিতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিং করার জন্য ঢাকায় গেলে রাফির সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই বিয়ের সূত্রপাত।