Search
Close this search box.

ক্লাস বর্জন করে নওগাঁ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না- এমন দফাসহ পাঁচ দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এছাড়া একই দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন।

সোমবার সকালে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

একই সঙ্গে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ মিনারের পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এ সময় সমাবেশে বক্তব্য দেন মেডিকেল শিক্ষার্থী মাসুম বিল্লাহ, আনিছুর রহমান, নাজিফা আফরিনসহ আরও অনেকেই।
পাঁচ দফার দাবিতে রোববার দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বিক্ষোভ করেন মেডিকেল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরাও।

দাবি আদায়ে সোমবার অ্যাকাডেমিক শাটডাউন এবং মঙ্গলবার হাই কোর্টের উদ্দেশে লংমার্চের ঘোষণা দেন তারা।