মোঃ আকাশ রিপোর্টারঃ (বান্দরবান)
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্গম পাহাড়ী এলাকায় দুস্থ অসহায় শতাধিত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
আজ শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ১১ টায় দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা জোড়াব্রীজ-হাজাছড়া এলাকার শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। জোড়াব্রীজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুস্থ অসহায় শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ০৪ই বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো: সিয়াম হাসান পিএসসি।
শীতবস্ত্র বিতরণ কালে তিনি বলেন, ‘দুর্গম এলাকার দুস্থ অসহায় মানুষেরা যাতে শীতে কষ্ট না পায় সেই সব দিক বিবেচনা করে দীঘিনালা সেনা জোনের অধিনায়কের নির্দেশনায় এ আয়োজন করা হয়েছে।’
সেনাবাহিনীর এ ধরণের সহযোগিতা অতীতের মতো ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও এসব কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের অনাঃ লেঃ আব্দুল মান্নান, সিনিয়র ওয়ারেট অফিসার মো: সাখাওয়াত হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, প্যানেল চেয়ারম্যন বিপুরীতা চাকমা, ৩নং ওয়ার্ড সদস্য অনিময় চাকমা ও স্মৃতিকণা চাকমাসহ স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান), গ্রাম প্রধান (কার্বারী) ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।