
পাঁচ কোটি শিশু-কিশোর টিকা বঞ্চিত হতে পারে খাগড়াছড়িতে সহিংসতার নেপথ্যে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টি করা পাঁচ কোটি শিশু-কিশোর টিকা বঞ্চিত হতে পারে খাগড়াছড়িতে সহিংসতার নেপথ্যে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টি করা পাঁচ কোটি শিশু-কিশোর টিকা বঞ্চিত হতে পারে খাগড়াছড়িতে সহিংসতার নেপথ্যে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টি করা
খাগড়াছড়িতে সহিংসতার নেপথ্যে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টি করা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা
খাগড়াছড়িতে সহিংসতার নেপথ্যে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টি করা
অনলাইন ডেস্ক
২ অক্টোবর, ২০২৫ | ১২:০১ পূর্বাহ্ণ
পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, খাগড়াছড়িতে বিক্ষোভ ও সহিংসতার নেপথ্যে রয়েছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা এবং বৌদ্ধ ধর্মালম্বীদের উৎসব বাধাগ্রস্ত করা। পার্শ্ববর্তী একটি দেশের সহযোগিতায় আমাদের দেশের কিছু সন্ত্রাসী খাগড়াছড়িতে ওই সহিংস ঘটনা ঘটিয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইছাপুরা এলাকায় শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রথম দিকে ধর্ষণের ঘটনা দেখিয়ে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল। তবে দুষ্কৃতকারীরা সফল হতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রতিবছরই হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের উৎসব পালন করে থাকে। এবারও সারাদেশে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপিত হচ্ছে। সেই উৎসবমুখর পরিবেশকে বিনষ্ট করার লক্ষ্য নিয়ে একটি কুচক্রী মহল নানা অপতৎপরতা চালাচ্ছে।
দুর্গাপূজার নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পূজা অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।