শুরু এবং শেষ করছিলেন শরিফুল ইসলাম। মাঝে খালেদ আহমেদের তোপ এবং তানভীর ইসলামের ঘূর্ণি—প্রথম ওয়ানডের ব্যাটিংয়ে তাতেই কুপোকাত হয়েছে নিউজিল্যান্ড এ দল। বাংলাদেশ এ দলের দাপুটে বোলিংয়ের দিনে অবশ্য শেষ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে কিউইরা। ৩৪.৩ ওভারে অল আউট হওয়ার আগে জমা করে দেড়শ ছুঁইছুঁই রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নুরুল হাসান সোহানদের আনতে হবে ১৪৮ রান। কিউইদের হয়ে এদিন সর্বোচ্চ ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ডিন ফক্সক্রোফট। ধুঁকতে থাকা দল তার ব্যাটেই পায় লড়ার পুঁজি। ৪২ রান করেছেন ওপেনার রায়স মারিউ।
লাক্কাতুরার চা বাগান ঘেরা মাঠে টসভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। নিক কেলি তবে ব্যাটিং নিয়ে যেন ভুল করেছিলেন। সোমবার সকালে স্কোরবোর্ডে ৫ রান আসতেই প্রথম উইকেট হারায় কিউইরা। ৬ রানের মধ্যে ফেরেন আরও দুই টপ অর্ডার। ৬২ রানের মাঝে ৭ উইকেট হারিয়ে বসে সফরকারী দল। একপাশ আগলে রেখে দলকে টানেন ওপেনার মারিউ।
খালেদ-শরিফুলদের তোপে যখন কিউইরা শতরানের নিচে অলআউটে শঙ্কায়, তখন ত্রাতা হন ডিন। দলকে শতরান পার করিয়ে অল্পতে গুটানোর লজ্জা এড়ান। পরে টানেন দেড়শ রানের দিকে। শেষ পর্যন্ত তিনি থামেন ৭২ রানে। বাংলাদেশের বোলারদের হতাশা দেওয়ার ইনিংসে ৬৪ বলে ৬টি চার ও চারটি ছক্কা হাঁকান ডিন।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনটি করে উইকেট নেন স্পিনার তানভীর ও খালেদ আহমেদ। দুজন কিউই ব্যাটারকে সাঝঘরের পথ দেখান শরিফুল ও ইবাদত হোসেন।
বোলারদের কাজ শেষ, এবার এনামুল হক-নুরুল হাসানদের পালা। ৫০ ওভারের ৩ ম্যাচের সিরিজে এগিয়ে যেতে তাদের প্রয়োজন ৩০০ বলে ১৪৮ রান। সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে। পঞ্চাশ ওভারের পরের ম্যাচ ৭ মে।