নগরের কোরবানিগঞ্জ এলাকার বাসিন্দা নাজমা আকতার। রিকশাচালক স্বামীর আয়ে চলে ৫ সদস্যের সংসার। অভাব-অনটন লেগেই থাকে তিনি বলেন, ন্যায্যমূল্যের চাল কিনতে পারলে পেট ভরে খেতে পারেন। ঘরের কাজ-কর্ম ফেলে সকালে গিয়ে লাইন ধরতে হয়। না হয় চাল পাওয়া যায় না। একটু দেরি হলে চাল শেষ হয়ে গেছে বলে ফেরত দেয়। গত বৃহস্পতিবার কথা হয়, ওই এলাকার দুইজন ব্যবসায়ীর সঙ্গে। তারা বললেন, ন্যায্যমূল্যের চাল বিক্রি চলছে অতীতের আওয়ামী লীগ সরকারের মতো। সরকারের নয়, ডিলারের মর্জি-মাফিক চলে চাল বিক্রি। সরকারি ভালোমানে