ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ৫ আগস্টের পর ঢাকার বিভিন্ন থানায় অনেক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বাদী ইচ্ছে করে অনেক আসামি করেছেন। এসব গণ-মামলায় গণ-আসামি থাকবে না।
তিনি বলেন, তদন্ত শেষে নির্দিষ্ট ঘটনায় যে সব আসামির নাম আসবে মামলায় তাদের নাম থাকবে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনারের সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।কমিশনার বলেন, ‘গণমামলায় যেসব বাদী মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে। মামলা অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জুলাই-আগস্টে যেসব সাংবাদিকদের আসামি করা হয়েছে তদন্তে তারাও বাদ পড়বেন