গত ৫৪ বছরে দেশে যত সরকার এসেছে তারা কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি জেলা জামায়াত ইসলামীর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে ইসলামী আইন কায়েম করতে হলে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোকে ভোট দিতে হবে।
জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
সম্মেলনে বক্তব্য দেন, কেন্দ্রীয় জামায়াত নেতা ফখরুদ্দিন খান রাজি, মোহাম্মদ আব্দুল জব্বার, লস্কর মোহাম্মদ তসলিম ও শেখ নির্মূল করিম। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।