গর্ভধারণের ভান করে হাসপাতাল থেকে এক নবজাতক চুরি করার ঘটনা ঘটেছে ভারতের একটি হাসপাতালে। পূজা নামে ২৭ বছর বয়সী এক নারী ওই কাণ্ডটি করেন।
পরে সিসিটিভি ফুটেজ যাচাই করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। একদিন বয়সী নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেন তারা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর সাত বছর পেরিয়ে গেলেও কোনো সন্তান হয়নি পূজার। তাই শ্বশুরবাড়ির লোকজনদের বিভ্রান্ত করতে তিনি নিজেকে অন্তঃসত্ত্বা বলে জানান। গত ১৪ এপ্রিল দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে ওই হাসপাতাল থেকে একদিন বয়সী এক কন্যাশিশুকে চুরি করেন পূজা।
পুলিশ জানিয়েছে, গত ১৪ এপ্রিল সফদরজং হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন এক প্রসূতি। চাণক্যপুরীর যশবন্ত প্লেসের বাসিন্দা তিনি। তাকে ৫ নম্বর ওয়ার্ডে (পিএনসি রুম) স্থানান্তরিত করা হয়। এদিন নবজাতকের মা ও আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন পূজা। এক পর্যায়ে সুযোগ বুঝে নবজাতককে নিয়ে পালিয়ে যান।
পরদিন ১৫ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে নবজাতকের বাবা পুলিশের কাছে অভিযোগ করেন। তিনি জানান, বিকেল ৩টা ১৭ মিনিটের দিকে তারা তাদের সন্তানকে তার বেডে খুঁজে পাননি। এরপর তারা পুলিশকে খবর দেন।
এরপরই তৎপর হয় দিল্লির পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজসহ ট্রাফিক সিগন্যাল ও আশপাশের বিভিন্ন স্টেশনের ফুটেজ বিশ্লেষণ করেন।
ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) সুরেন্দ্র চৌধুরী বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, যে কক্ষ থেকে শিশুটিকে চুরি করা হয়েছিল তার আশপাশে খাটো ও মোটা দেহের এক নারী ঘুরে বেড়াচ্ছেন এবং রোগীদের সঙ্গে কথা বলছেন। এ সময় মুখ ঢেকে নিচের পরিচয় আড়ালের চেষ্টা করছিলেন ওই নারী। পরে শিশুটিকে রাখা কক্ষে ঢুকে পড়েন তিনি।
আরও একটি ফুটেজ সংগ্রহ করে পুলিশ যেখানে দেখা গেছে, এইমস স্টেশন থেকে সময়পুর বাদলির দিকে যেতে মেট্রোতে উঠেছিলেন ওই নারী। পরে তিনি একটি ট্রেনে ওঠেন এবং হাউজ খাস নামক স্থানে নেমে পঞ্চশীল ফ্লাইওভারের দিকে হেঁটে যান। ওই এলাকাটি সিসিটিভি কভারেজের আওতায় ছিল না।
যে কারণে পুলিশ আশপাশের এলাকার আরও ২০টিরও বেশি ফুটেজ পরীক্ষা করেন। তারা নিশ্চিত হন, নবজাতকসহ ওই নারী কোনো অটোরিকশায় চড়েছিলেন। সেই অটোচালককে শনাক্ত করে পুলিশ জানতে পারে, মালব্য নগরের গুলাক ওয়ালি গলির কাছে কোনো বাড়িতে অবস্থান নিয়েছেন ওই নারী। স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে ওই এলাকার একটি বাড়ি থেকে খুঁজে বের করেন এবং শিশুটিকে নিরাপদে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।
পুলিশি জেরায় পূজা স্বীকার করেন, তিনি গত কয়েক মাস ধরে নিজেকে অন্তঃসত্ত্বা জানিয়ে অভিনয় করে আসছিলেন। শ্বশুরবাড়ির লোকজনকে বোকা বানিয়ে যাচ্ছিলেন। গত ১৪ এপ্রিল সফদরজং হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি এবং পরদিন শিশুটিকে চুরি করে নিয়ে এসে পরিবারকে নিজের বলে জানান।