গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মঘট করছে হাজারো মানুষ। দেড় বছরের বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানির পর গাজা দখলেরও ছক কষছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী বিশ্বজুড়ে ইসরাইল বিরোধী ধর্মঘটের ডাক দেয়। গাজায় হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সমর্থন ও ন্যায়বিচারের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
রবিবার ফিলিস্তিন থেকেই শুরু হয় এই প্রতিবাদী আন্দোলন। ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলনে সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মরক্কো, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে আন্দোলনে যোগ দিয়েছে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের চাওয়া দ্রুত গাজায় গণহত্যা বন্ধ হোক এবং ফিলিস্তিনিদের স্বাধীন ভূমি ফিরিয়ে দেওয়া হোক।
এদিকে, বিশ্বজুড়ে আন্দোলনের মধ্যেই গাজা ও লেবাননে একের পর এক বোমা হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। রবিবার গাজার এক সাংবাদিকসহ অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ভূখণ্ডটির নাসের হাসপাতালের হামলায় ওই সাংবাদিকের প্রাণহানি ঘটে। এছাড়া, আহত হন আরও সাত সাংবাদিক।