বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম আজ (১৫ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি উপাচার্য ভবনে অবস্থান করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাবেক উপাচার্য ড. সুচিতা শারমিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারিতার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনের অংশ হিসেবে তারা উপাচার্যের বাসভবন ও দপ্তরে তালা ঝুলিয়ে দেয়। টানা ৩০ দিনের আন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয় ড. সুচিতা শারমিনকে পদ থেকে অব্যাহতি দেয়।
পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে মঙ্গলবার (১৩ মে) এক প্রজ্ঞাপন জারি করা হয়।
নবনিযুক্ত উপাচার্য ড. তৌফিক আলমের আগমন উপলক্ষে তালাবদ্ধ গেটগুলো খুলে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,”এই তালা গুলো তোমরা রেখে দাও। আমার মাঝে যদি কোনো অন্যায় পাও, তাহলে আবার তালা ঝুলিয়ে দিও।”
এছাড়া তিনি আরো বলেন,”বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং এ বিশ্ববিদ্যালয়ের মান, মর্যাদা ও র্যাংকিং আরও এগিয়ে নিতে আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব”