চকবাজারে ৯টি চোরাই মোবাইলসহ দুই যুবক গ্রেপ্তার

চকবাজারে ৯টি চোরাই মোবাইলসহ দুই যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি
চকবাজারে ৯টি চোরাই মোবাইলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) চকবাজার থানাধীন জিইসি মোড় সংলগ্ন সিডিএ এভিনিউ সড়কের ডিগনিটি ফার্নিশিং সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি  নিশ্চিত করেন চকবাজার থানার এসআই মো. আলাউদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- মো. মনির (১৯) ও  মো. তাকি তাজওয়ার আরিয়ান (১৯)।
এসআই মো. আলাউদ্দিন জানান, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থান থেকে মোবাইলগুলো চুরি করেছে বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। তাদের চুরির মামলায় আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে