কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫)নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১ আগস্ট) রাত ১১ টা ৩০ মিনিটের দিকে বদরখালী ইউনিয়নের ৩ নং ব্লক আজমনগর আল আজহার উচ্চ বিদ্যালয়ের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত যুবক সুহায়েত কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মগনামা পাড়া এলাকার নুরুল আজিজের ছেলে।
জানাগেছে- যুবক সুহায়েত একা দাঁড়ানো ছিলো। একটি অটোরিকশা থেকে তাকে গুলি করা হয়।গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হয়। নিহত সুহায়েত কিছু দিন আগে হত্যা মামলায় কারাগারে ছিল এবং সেখানে থেকে জামিনে মুক্ত হয়ে এসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে আমি উপস্থিত হয়। কেন এ ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আর এইচ/