চট্টগ্রামের কাজেম আলী স্কুল ও কলেজে মানববন্ধন: সভাপতির পুনঃমনোনয়ন বাতিলের দাবি

 চট্টগ্রামের কাজেম আলী স্কুল এন্ড কলেজের মেয়াদোত্তীর্ণ স্বেচ্ছাচারী সভাপতি নুরুল আবছার মজুমদারকে পুনরায় সভাপতি হিসেবে মনোনয়ন দেয়ার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বুধবার( ১৫ অক্টোবর ) সকালে স্কুল ও কলেজের প্রধান সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ বোরহান উদ্দিন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক লুৎফর কবীর ভূঁইয়া, কলেজ কো-অর্ডিনেটর আফরোজা আক্তার, সহকারী শিক্ষক নুরুল হাশেম, প্রভাষক আক্তার হোসেন, সানজিদা মোক্তার, কৃঞ্চা দত্ত, মোঃ আলমগীর, সিনিয়র শিক্ষক আব্দুল হান্নানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম বারবার নতুন এডমিন কমিটি গঠনের কথা বললেও বোর্ড পুনরায় আগের কমিটিকে বহাল রেখেছে। বোর্ডের এমন সিদ্ধান্তে কাজেম আলী স্কুল এন্ড কলেজের কোনো উন্নতি সম্ভব নয়। তাই আমরা জোর দাবি করছি—নতুন কমিটি গঠন ও স্বেচ্ছাচারী সভাপতি নুরুল আবছার মজুমদারকে অপসারণ করতে হবে।”

মানববন্ধন শেষে তারা শিক্ষাবোর্ডের কাছে দ্রুত ন্যায়সঙ্গত সমাধানের জন্য আবেদন জানান।