চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

 

সাতকানিয়া মডেল হাইস্কুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় সাতকানিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সাতকানিয়া মডেল হাইস্কুল, বাইতুল ইজ্জত বর্ডারগার্ড উচ্চবিদ্যালয় ও দেওদিঘী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চূড়ান্ত পর্বে সাতকানিয়া মডেল হাইস্কুল দল চ্যাম্পিয়ন এবং বাইতুল ইজ্জত বর্ডারগার্ড উচ্চবিদ্যালয় দল রানার্সআপ হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক হোসাইন মারুফ ইমতিয়াজ। বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শামছুদ্দীন, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান ফয়সাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব এবং মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।