চট্টগ্রামের ডেঙ্গুতে আক্রান্ত এক তরুণীর মৃত্যু হয়েছে। তার আগে থেকেই এজম্যার সমস্যা ছিল বলে জানা গেছে। এনিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জন, চলতি বছরে এ সংখ্যা ৫ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২১ জন। এর মধ্যে চলতি বছরে আক্রান্ত দিক থেকে ‘সেঞ্চুরি’ করেছে দুই উপজেলা।
বুধবার (২৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ডেঙ্গুতে মৃত তরুণীর নাম সুমাইয়া জান্নাত (২০)। তিনি লোহাগাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, বিআইটিআইডি ৩ জন ও জেনারেল হাসপাতালে ২ জনের শরীরের ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন উপজেলা ও প্রাইভেট হাসপাতালগুলোতে যথাক্রমে ৩ জন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে চলতি বছরে এখনও পর্যন্ত ৭৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০২ জন আক্রান্ত হয়েছে জুলাই মাসে। এছাড়া জানুয়ারিতে ৭০ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ৩৩ জন, মে-তে ১১৬ জন এবং জুন মাসে ১৭৬ জন আক্রান্ত হন। এ তালিকায় পুরুষ আছেন ৪০৯ জন, নারী ২১৯ জন এবং শিশু ১১৯ জন।
আক্রান্তের হিসেবে চট্টগ্রামের দুই উপজেলার শতক পার করেছে। এ তালিকার শীর্ষে থাকা উপজেলা দুটি হলো বাঁশখালী ১১৮ জন এবং সীতাকুণ্ডে ১০২ জন। সবচেয়ে কম আক্রান্ত সন্দ্বীপে, ৩ জন। এছাড়া অন্যান্য উপজেলার মধ্যে—লোহাগাড়ায় ৩৩ জন, সাতকানিয়ায় ৩০ জন, আনোয়ারায় ২৮ জন, রাউজানে ১৫ জন, কর্ণফুলীতে ১৫ জন, পটিয়ায় ১১ জন, মিরসরাইয়ে ১০ জন, হাটহাজারীতে ৯ জন এবং রাঙ্গুনিয়া ও বোয়ালখালীতে যথাক্রমে ৭ জন করে আক্রান্ত হয়েছে।