চট্টগ্রামে অনুষ্ঠিত হল ‘কথালাপ ও সঙ্গীত সন্ধ্যা’

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার আয়োজনে অনুষ্ঠিত হল‘কথালাপ ও সঙ্গীত সন্ধ্যা’।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘ভুবনজোড়া আসনখানী’ শিরোনামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক রীতা দত্ত বলেন, ‘সমাজে নারীর প্রতি বৈষম্যের চিত্র ফুটে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে। সেই চিত্র আজও সমকালীন। নারীর প্রতি সমাজের অবজ্ঞা অবহেলা বৈষম্য আর নির্যাতনের বিবরণ নানা চরিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন কবিগুরু। পাশাপাশি নারীর প্রেম, বালিকা থেকে নারী হয়ে ওঠার চিত্রও দেখা যায় রবীন্দ্র সৃষ্টিতে।’

আলোচনায় রীতা দত্ত রবীন্দ্রনাথের হৈমন্তী, শাস্তি, মধ্যবর্তিনীসহ বিভিন্ন ছোটগল্পের নারী চরিত্র বিশ্লেষণ করে বলেন, ‘রবীন্দ্রনাথ কতটা সমাজ সচেতন এবং নারীর প্রতি সংবেদনশীল ছিলেন তা তার সৃষ্টির মধ্যে নিহিত রয়েছে। তিনি যৌতুক প্রথার বিরুদ্ধে যেমন কলম ধরেছিলেন, তেমনি বিধবা বিবাহের কথাও বলেছেন গল্পের মধ্য দিয়ে।’

অনুষ্ঠানের শুরুতে পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পরিষদের শিল্পীরা। পরে একক সংগীত পরিবেশন করেন শাশ্বতী তালুকদার, ডলি সাহা ও সেঁজুতি দে।