চট্টগ্রামে চিকুনগুনিয়া টেস্টে লুটের বাজার, সরকারি হাসপাতালে কিট নেই

ডেঙ্গু আক্রান্ত মোট ৮৬৫ জন। আইইডিসিআর চট্টগ্রামের ছয়টি এলাকায় জরিপে ১২৮টি বাড়ির ৬২টিতে লার্ভা পাওয়া গেছে (৪৮.৪৩% হারে)। লার্ভার ঘনত্ব ৭৫.২৯% এবং ব্রুটো ইনডেক্স সর্বোচ্চ ১৩৪% (আগ্রাবাদ)। 

চিকিৎসকদের পরামর্শ

বিআইটিআইডি’র অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ বলেন, ‘জ্বর নিয়ে হাসপাতালে আসা রোগীর প্রায় ৫০% চিকুনগুনিয়ায় আক্রান্ত। জ্বর চলে গেলেও জয়েন্ট ব্যথা ও ফোলা ২-৩ মাস পর্যন্ত থাকতে পারে। অন্য কোনো রোগ থাকলে প্রভাব পড়তে পারে।’

চিকিৎসকরা সতর্ক করেছেন, জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা দিলে নিজে নিজে চিকিৎসা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।