Search
Close this search box.

চট্টগ্রামে টেরিবাজারে কাপড়ের গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন নির্বাপণে এখনো ৬টি ইউনিট কাজ করছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেরুবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলার কাপড়ের দোকান থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ৭টা ৩৫ মিনিটে আগুনের খবর আসে। এরপর নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তিনি বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। পাশের মার্কেটে যাতে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা করা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে কোনো হতাহতের ঘটনা নেই।