চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদন কারখানার সন্ধান পাওয়া গেছে। এসময় কারখানা থেকে পাওয়া সকল প্রকার সাবান ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন ।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা আজ অভিযান চালিয়েছি। কারখানাটিতে দীর্ঘদিন ধরে তারা নকল সাবান তৈরি করছে। আমরা আজ কারখানায় দুজনকে পেয়েছি। তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, রাতের বেলায় লোকজন এসে সাবান তৈরির কাজ সম্পন্ন করেন। তারা বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করছে। এমনকি তারা সাবানে যেসব ক্যামিকেল ব্যবহার করছে সেগুলো মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কারখানাটি সিলগালা করে দেওয়া হবে।