চট্টগ্রামে নালায় মিলল যুবকের লাশ

চট্টগ্রামে নালায় মিলল যুবকের লাশ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে মো. জাহেদ (২৭) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে হামজারবাগ সংগীত আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এক বাসিন্দা জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নালা থেকে লাশ উদ্ধার করেছি। নিহতের নাম সাজ্জাদ। সে এখানকার স্থানীয় বাসিন্দা। তার শরীরের বুকে গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি।