
চট্টগ্রামের নগরীর পতেঙ্গায় ‘মব’ সৃষ্টি করে পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন।
গ্রেপ্তার দু’জন হলেন- মো. শাহেদ খান (২৫) ও মো. নয়ন (৪২)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া ডিউটি করার সময় পতেঙ্গা মাছ বাজারের সামনে অনুমোদনবিহীন ব্যাটারিচালিত টমটম গাড়ি দেখে থামার জন্য সংকেত দেন। তখন গাড়িটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া গাড়িটি আটক করে। এ সময় আটকে বাধা প্রদান করেন মো. শাহেদ খান। পরে তার ৮-১০ জন সহযোগী মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা করে। এতে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হন।এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।