চট্টগ্রামে মহান বিজয় দিবসে জিসাসের বর্ণাঢ্য র্যালি ও শোডাউন
রিপোর্টার:তাসফিয়া আক্তার
রমহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বর্ণাঢ্য উপস্থিতি জানান দিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)—চট্টগ্রাম মহানগর শাখা। চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বিশাল র্যালিতে জিসাসের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেন।
জিসাস চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিল্পী আবুল হাশেম আজাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল মূল র্যালিতে যোগদান করে। বাদ্যযন্ত্র ও সুসজ্জিত ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা মিছিলে অংশ নিলে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
র্যালিতে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিশফাক রাসেল বিশেষ উপস্থিত ছিলেন। এছাড়া মিছিলে নেতৃত্ব দেন জিসাস চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শহীদুল করিম নিন্টু, মোহাম্মদ মনিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এবং যুগ্ম সম্পাদক মোঃ ইফতি হোসেন।
সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন মোঃ শামসুল আলম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ ইরজ উদ্দিন, মোঃ মনসুর, মোঃ সবুজ, মোহাম্মদ নিশাত, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আজিজ, মোঃ রাব্বি, মোহাম্মদ রাহুল, মোঃ আবুল, মোহাম্মদ হুরুন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোবাহান, মোহাম্মদ সাকিব, মোঃ রহমান, মোঃ সবুল, মোঃ রাজু, মোহাম্মদ রিপন ও মোঃ ইকবালসহ আরও অনেকে।
র্যালি চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র ও সাম্য। দেশপ্রেমের সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
পরে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এবং উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।
