চট্টগ্রামে মায়ের হাতে ছেলে খুন।
চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণ হাট ইউনিয়নের বাউদ্দার পাড় এলাকায় এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরকীয়া সম্পর্কের কথা জেনে যাওয়ায় আপন মা এবং তার প্রেমিক মিলে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করেছে যুবক কামরুল হাসানকে (২১)।
নিহত কামরুল হাসান কাউসার ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র। তিনি নারায়ণ হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়িতে নিজ বসত ঘরে খুন হন।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, ছেলের সঙ্গে মায়ের অবৈধ সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে গিয়েছিল। এর জেরেই মা তাঁর প্রেমিককে সঙ্গে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ।
এই নৃশংস ঘটনায় মামলার বাদী এবং নিহত কামরুল হাসানের নানী (হত্যাকারীর মা) তাঁর নিজের মেয়ের (কামরুলের মা) ফাঁসির দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমার নাতির হত্যাকারী আমার মেয়ে। আমি তার ফাঁসি চাই। যেভাবে আমার নাতিকে হত্যা করেছে, সেভাবে তাঁর মৃত্যু নিশ্চিত করতে হবে।”
সোমবার (৬ অক্টোবর) সকালে ভূজপুর থানাধীন নারায়ণ হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়িতে নিজ বসত ঘর থেকে কামরুল হাসান কাউসারের ম/র/দে/হ উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশীরা জানান, সকালে কাউসারের মায়ের কান্নার শব্দ শুনে তারা ঘরে ছুটে যান এবং বিছানার ওপর তাঁর নিথর দেহ দেখতে পান। মরদেহের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ ছিল বলেও তারা উল্লেখ করেন।
খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।