চট্টগ্রামে সড়ক বিভাজকে বাইকের ধাক্কায় আরোহী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় টাইগারপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম তোফায়েল আহমেদ (৩২)। তিনি নগরীর পুরাতন চান্দগাঁও এলাকার বাসিন্দা।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত এক যুবককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

পুলিশ জানায়, দ্রুতগতিতে মোটরসাইকেলটি টাইগারপাস মোড়ে একটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তোফায়েল আহমেদ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।