চট্টগ্রামে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মোহাম্মদ বেলাল হোসেন চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি বন্দর বিভাগের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ৩,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (২১ জানুয়ারি) বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলাবাজার লিংকরোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ মোকছেদ (৪১): ফেনী সদর থানার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা।
২. আব্দুল হালিম (৩৯): ফেনীর সোনাগাজী থানার মঙ্গলকান্দি এলাকার বাসিন্দা।
অভিযানের বিবরণ
ডিবি বন্দর বিভাগের ‘টিম স্পেশাল’ গোপন সংবাদের ভিত্তিতে শেরশাহ বাংলাবাজার লিংকরোড মোড়স্থ এশিয়ান রোলিং মিলের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি সাদা রঙের পুরাতন মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।
আইনি ব্যবস্থা
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-২৬, তারিখ-২২/০১/২০২৬) দায়ের করা হয়েছে।
অপরাধমূলক রেকর্ড
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ মোকছেদের বিরুদ্ধে আগে থেকেই ফেনী সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২২ সালের একটি মাদক মামলা এবং ২০২৫ সালের মারামারি ও চুরিসহ বিভিন্ন অপরাধে পেনাল কোডের একাধিক ধারায় মামলা রয়েছে।
মাদক নির্মূলে সিএমপির এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে ডিবি সূত্রে জানানো হয়েছে।