
অংশ নেবে ৮০ শিক্ষা প্রতিষ্ঠানের হাজারও শিক্ষার্থী
চট্টগ্রামে ৫ দিনব্যাপী রোভার মুট শুরু শনিবার
ঝুমা আক্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিনব্যাপী ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে আগামী ২০ ডিসেম্বর (শনিবার) শুরু হয়ে এই উৎসব চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
মুটের এবার থিম নির্ধারণ করা হয়েছে- ‘দক্ষতার দীক্ষা নিয়ে, রোভার চলে নির্ভয়ে।’
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সরকারি কলেজের জেলা রোভার স্কাউট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক কমিটির অন্যতম সদস্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. ফজলুল কাদের চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মহান বিজয়ের মাসে এই আয়োজন শুধু একটি স্কাউটিং ক্যাম্প নয়; বরং এটি তারুণ্যের শক্তি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার এক অনন্য মিলনমেলা।
সংবাদ সম্মেলনে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী রোভার স্কাউটদের, বিশেষ করে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ আবু সাইজিদ, শহীদ ওয়াসিম, শহীদ ফরহাদ, শহীদ শান্ত ও শহীদ হৃদয় চন্দ্র তরুয়াকে।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলার প্রায় ৮০টি কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা থেকে এক হাজারেরও বেশি রোভার স্কাউট, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক এই মুটে অংশ নেবেন।
রোভার মুটে সকল কার্যক্রম সাব-ক্যাম্প ভিত্তিক অনুষ্ঠিত হবে বলে জানিয়ে ফজলুল কাদের চৌধুরী বলেন, চারটি সাব-ক্যাম্পে ১৫ টি টার্গেটের মাধ্যমে মুট প্রোগ্রামকে সাজানো হয়েছে। সেগুলো হচ্ছে -সানরাইজ স্ট্রাইডসক্যাম্প, ক্রাফট অ্যান্ড কেয়ার, ইয়ুথ ভয়েস, এ্যাক্সপ্লোরার্স ট্রেইল, ফান ফেস্ট, সার্ভাইভার স্কিল সামিট, ক্যারিয়ার কম্পাস, ডিজাস্টার অ্যান্ড রেসকিউ, স্পিরিচুয়াল নাইট, ফ্লেমস অফ ফেস্টিভিটি, নবান্ন উৎসব, তথ্য চিত্রে গণঅভ্যুত্থান, ইনোভেটর্স অ্যারিনা, স্ট্রং স্টেপস ও হিউম্যানিটি মার্চ। থাকবে কাওয়ালি, পুঁথিপাঠ, কবিগান ও গণ-জাগরণী সন্ধ্যা, উডব্যাজ রি-ইউনিয়ন ও লিডার্স নাইট, টপ অ্যাচিভার্স (পিআরএস, পিএস, শাপলা কাব), সিনিয়র রোভার মেট, প্রাক্তন রোভার রি-ইউনিয়ন ও ভলান্টিয়ার্স নাইট।
আয়োজন সংশ্লিষ্টরা বলেন- কাওয়ালি, পুঁথিপাঠ, কবিগান ও গণজাগরণী সন্ধ্যা, উডব্যাজ রি-ইউনিয়ন ও লিডার্স নাইট, টপ অ্যাচিভার্স সংবর্ধনা, সিনিয়র রোভার মেট ও প্রাক্তন রোভারদের পুনর্মিলনী এবং ভলান্টিয়ার্স নাইটসহ নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার রোভারের নির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ নঈম উদ্দীন হাসান তিবরিজী, কোষাধ্যক্ষ মো. খালেদুর রহমান, সহকারী কমিশনার এস এম আফজর রহমান, রাশেদা আকতার, সম্পাদক এ জেড এম বোরহান উদ্দিন, মুট স্মরণিকা ও মিডিয়া কমিটির সদস্য আরিচ আহমেদ শাহ ও মোরশেদ তালুকদার, জেলা রোভার স্কাউট লিডার মো. ওমর ফারুক, রোভার স্কাউট লিডার প্রতিনিধি ফরিদুল আলম, সদস্য মু. মুজাহিদুল ইসলাম।