Search
Close this search box.

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয সম্মেলন কক্ষে গণমাধ্যম সংস্কার কমিশনের সভা অনুষ্টিত

সমশুল আলম রানা:

গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে। কমিশনের গণমাধ্যম সংস্কারের বিষয়ে মতামত গ্রহণের লক্ষ্যে আজ রবিবার(৫ জানুয়ারি২৫) বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের (পার্বত্য তিন জেলা ব্যতীত) আনুমানিক ১২০ জনেরও অধিক প্রিন্ট ও ইলেকট্রনিক,অনলাইন পোর্টালসহ মিডিয়ার সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। পরবর্তীতে গণমাধ্যম সংস্কার কমিশন চট্টগ্রাম বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা হয়।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সম্পাদকীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং সেই লক্ষ্যে একটি জাতীয় সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করেন সাংবাদিক নেতৃবৃন্দরা,এ লক্ষ্যে গণমাধ্যমে সংস্কারের জন্য নানামুখী প্রস্তাবনা দিলেন সংস্কার কমিশনের প্রধানের কাছে চট্টগ্রামের সাংবাদিকরা।

চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের প্রিন্ট ও ইলেক্ট্রনিক, অনলাইন পোর্টাল সহ মিডিয়ার সকল সাংবাদিকদের মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন,গণমাধ্যম সংশ্লিষ্ট সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টালের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে। এসময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা গণমাধ্যম সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবনা ও দাবি সংস্কার কমিশনের কাছে তুলে ধরেন।
এই আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ৭১ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ শাহীন, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন সহ চট্টগ্রাম জেলা, কক্সবাজার, ফেনী, নোয়াখালী জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। সাংবাদিক বক্তারা বলেন, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে যে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে তার মাধ্যমে বিগত সরকার আমলে যে সমস্ত ফ্যাসিবাদী কর্মকান্ড হয়েছে এবং এগুলোর পক্ষে লেজুরভিত্তিক সংবাদ প্রকাশ করেছে। তাদের আইনের আওতায় এনে বিচার করার আহবান জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম মালিকের কাছ থেকে সাংবাদিকদের বেতন ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে প্রস্তাবনা ও দাবি তুলে ধরেন সাংবাদিক নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে।