তিনি বলেন, ‘ভারত আমাদের চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে, চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা কি আমলকী চুষব? আমরাও বলব বাংলা-বিহার-উড়িষ্যা আমাদের।’
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ক্রয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আমরা নিজের পায়ের ওপর দাঁড়াব, ভারতীয় কাপড় নেব না। আমাদের বিখ্যাত রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঙ্গি-গামছা, পাবনা-সিরাজগঞ্জের তাঁতের শাড়ি, সব আছে। ভারতীয় পণ্য এ জন্যই বর্জন করছি যে, তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে।’
তিনি বলেন, ‘ভারত সব সময় মনে করে বাংলাদেশ তাদের তাঁবেদার হয়ে থাকবে।
তিনি আরো বলেন, ‘পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। তারা তার কথায় বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিচ্ছে। আলু-পেঁয়াজ দেবে না বলছে। আপনারা (ভারত) মাগনা দিচ্ছেন নাকি? আমরা পয়সা দিয়েই নিচ্ছি।’
রুহুল কবীর রিজভী বলেন, ‘ভারত ভিসা বন্ধ করে রেখেছে, আমাদের চিকিৎসা বন্ধ নেই। আমাদের ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, জাতীয়তার প্রশ্নে আমরা এক ও অভিন্ন, আমাদের দাবিয়ে রাখা যাবে না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী এশা, সদস্যসচিব মামুনুর রশিদ মামুন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।