চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণের দগ্ধ এক টেকনিশিয়ানের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ওয়ার্ডে এসি মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ অপর দুইজনের মধ্যে একজন আইসিইউতে এবং অপরজন ক্যাজুয়ালিটিতে চিকিৎসাধীন আছেন।

 

নিহত শ্রমিকের নাম শওকত। তিনি গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী এবং পতেঙ্গা বাসিন্দা ছিলেন। চিকিৎসাধীন অপর দুইজন হলেন—তানভির ও মিশকাত।

 

kishwan mobile

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে সোমবার সকালে হাসপাতালের ছয় তলার গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করছিলেন টেকনিশিয়ানরা। এর মধ্যে এসি বিস্ফোরণ হলে একজন ভবন থেকে পড়ে যান এবং অপর দুইজন দগ্ধ হন।

 

epic – mobile

  • চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ বিভাগ প্রধান ডা. হারুনুর রশিদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় দগ্ধ শওকতকে বার্ন ইউনিট থেকে আইসিইউতে রেফার্ড করা হয়েছিল। কিন্তু তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়ে শ্বাসতন্ত্রে অক্সিজেন সার্কুলেট হচ্ছিল না। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা বিকালে মারা যান তিনি।দ্বগ্ধ অপর দুজনের একজন আইসিউতে ও আরেকজন ক্যাজুয়ালিটিতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।