চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের দশম বর্ষপূর্তি উদযাপিত

:
​চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে হালিশহরের চৌচালা সাগর পাড় সানসেট পয়েন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিকদের এই মিলনমেলায় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মোহাম্মদ ফরাজী।
​আমন্ত্রিত অতিথিদের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি ব্যস্ততার কারণে অনুষ্ঠানে যোগদান করতে পারেননি।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এবং চ্যানেল টিম টিভির চেয়ারম্যান মোঃ শামসুল আলম রানা।
​🏆 সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজন
​অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক সাংবাদিককে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ ক্রাইস (পুরস্কার) প্রদান করা হয়। আগত মেহমানদেরকে তাদের অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
​অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ কাওয়ালী গানের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে উৎসবের আমেজ যোগ করে।
​🎤 অনুষ্ঠান পরিচালনা
​সংগঠনটির সভাপতি জনাব মিজানুর উল্লাহ সমরকন্দি সফলভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। এই আয়োজনের মাধ্যমে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে এক সুন্দর মিলনমেলা সৃষ্টি হয়।
​সংবাদদাতা: বেলাল হোসেন, দৈনিক চট্টগ্রামের কন্ঠ