বিগত তিনটি নির্বাচনে জোটগতভাবে অংশ নিয়েছিল বিএনপি। কিন্তু এবার সারাদেশে জোটগত নির্বাচন করলেও ব্যত্যয় ঘটেছে চট্টগ্রামে। দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের সবক’টিতে এককভাবে নির্বাচন করছে। দল থেকে মনোনীত প্রার্থীরা ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বাছাইয়ে তারা প্রত্যেকে বৈধতাও পান। চট্টগ্রামের একটি আসন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনার শেষ নেই। শেষ পর্যন্ত দল কাকে বেছে নেয় সেটিই এখন দেখার বিষয়। ২০০১ সাল থেকে ২০২৪ পর্যন্ত দেশে পাঁচবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত
