চার দিনেও জ্ঞান ফিরেনি ইমতিয়াজের, মামুনকে কেবিনে স্থানান্তর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ চার দিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাথায় রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ বন্ধে অপারেশনের প্রয়োজন। পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলে রাতেই অপারেশন করা হতে পারে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পার্কভিউ হাসপাতালে নিউরো সার্জন, নিউরো মেডিসিন ও মেডিসিনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকেরা সমন্বয়ে মেডিকেল বোর্ড বসানো হয়।

রোববার (৩১ আগস্ট) দুপুরে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে ইমতিয়াজ মাথায় গুরুতর জখম পান। রাতেই অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার বিকেল পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।