চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

নুরের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেলও গেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানিয়েছেন, নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। তার সম্পূর্ণ সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপার নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুর। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। এরপর আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

ফারুক হাসান এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি, যা সরকারের ব্যর্থতা।