চিন্ময়ের বিরুদ্ধে আরও একটি মামলা, তদন্তের নির্দেশ

সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে একটি মামলা করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এনামুল হক নামে একজন বাদী হয়ে মামলাটি করেন।

আদালত বাদীর বক্তব্য শুনে অভিযোগটি তদন্ত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।