চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে ১৯৯৭ সালে সিটি কলেজ ছাত্রলীগের নেতা সিনাউল হক আশিককে হত্যার মামলায় পাঁচ আসামির সবাই খালাস হত্যাকাণ্ডের ২৮ বছর পর সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালত এ আদেশ দিয়েছে। বিভাগীয় বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী মো. সাহেদ কবির সংবাদ মাধ্যমকে বলেন, “মামলাটিতে ছয়জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে চারজন আদালতে বলেন, তারা ঘটনার বিষয়ে কিছুই জানেন না। অভিযোগ প্রমাণ না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।” খালাস পাওয়া আসামিরা হলেন- টিংকু দত্ত, সালাউদ্দিন, তসলিম