ফ্যাসিবাদের দোসর আর ফ্যাসিবাদ বিরোধী, বলে দেশে নতুন করে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে র্যালী ও পথসভা করেছে দলটি। বিজয়নগর দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি কাকরাইল মোড় হয়ে পুরানা পল্টনে মোড় প্রদক্ষিণ করে। র্যালীতে জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদারসহ জাপা নেতারা অংশ নেন।
জাপা চেয়ারম্যান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাতীয় পার্টির নেতা কর্মীরা অংশ নিয়েছে। তারপরও জাতীয় পার্টিকে শেখ হাসিনার দোসর বলা হচ্ছে। জিএম কাদের বলেন, ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার চায় জাতীয় পার্টি। তবে বিচারের নামে প্রহসন হলে দেশের মানুষ তা মেনে নেবে না।
Post Views: ২৮