জমি লিখে না দেওয়ায় মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের শিবালয়ে জমি লিখে না দেওয়ায় মেয়ের লাঠির আঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১১ আগস্ট) রাতে উপজেলার তেওতা ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ছেলে সাইদুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘাতক হাবেজা খাতুনকে (৩০) গ্রেপ্তার করে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।মামলা  সূত্রে জানা গেছে, উপজেলার আলোকদিয়া চরের বাসিন্দা ময়েন শেখ (৭০) তার স্থাবর সম্পত্তি ছেলে-মেয়েদের মাঝে বণ্টন করে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামে বসবাস করছিলেন। ওই বাড়িতে তার দ্বিতীয় স্ত্রীর বিদেশ ফেরত, স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের মা মেয়ে হাবেজা খাতুন গত দুই বছর ধরে বসবাস করছিলেন। পার্শ্ববর্তী পাবনার সুজানগর উপজেলায় ময়েন শেখের নামে থাকা ১৬ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি আগে থেকেই হাবেজার নামে লিখে দেন তিনি। বাকি ৪ শতাংশ জমি লিখে দেওয়ার জন্য মেয়ে হাবেজা মাঝেমধ্যে বাবাকে চাপ দিতেন।

কিন্তু ময়েন শেখ এতে রাজি না হওয়ায় সোমবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাবেজা খাতুন ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে বাবাকে আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই ময়েন শেখ মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তাৎক্ষণিক হাবেজা খাতুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে থানায় একটি মামলা করেছে। ঘাতক হাবেজাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’