
জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু আজ থেকে
ইলিশের উৎপাদন বাড়ানো ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ থেকে শুরু হচ্ছে আট মাস মেয়াদি জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।
এর আগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়ন করা হয়। ওই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপাদিত পোনা বর্তমানে উপকূলীয় নদ-নদী ও মোহনাগুলো বিচরণ করছে। এসব পোনা নিরাপদে বেড়ে উঠতে পারলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বাড়বে।
মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব, ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।