জাতীয় সমবায় দিবস আজ

জাতীয় সমবায় দিবস আজ

৫৪তম জাতীয় সমবায় দিবস আজ ১ নভেম্বর শনিবার । প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, চট্টগ্রাম ও মহানগরীর সমবায়ীদের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় ও আর নিজাম রোডস্থ বাংলাদেশ শিশু একাডেমি থেকে র‌্যালি শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হবে। পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ শিশু একাডেমি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ ড. মো. জিয়াউদ্দীন, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, ও জেলা প্রশাসক চট্টগ্রাম সাইফুল ইসলাম ।