গত ২৫/০৯/২০২৫ইং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আওতাধীন,উক্ত কমিটিতে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জনাব দিদারুল ইসলাম, তিনি দীর্ঘদিন ধরে জামাল খান ওয়ার্ড বিএনপি’কে তৃনমুল পর্যায় থেকে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়ে আসছিলেন, বিগত হাসিনা সরকারের আমলে তিনি একাধিক মামলার আসামী হন এবং ২০১৮ সালের নির্বাচনের একদিন আগে নগরীর কাজীর দেউরি এলাকা থেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন,তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন, তিনি ১৯৮৯ সালে পটিয়া এস.রাহাত আলী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ১৯৯১ সালে পটিয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি ও ১৯৯৩ সালে চট্টগ্রাম কলেজ থেকে ডিগ্রি পাশ করেন,দিদারুল ইসলাম বলেন, স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতি’র সঙ্গে যুক্ত ছিলাম,বাংলাদেশের গনতন্ত্রের প্রবাদ পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী চেতনায় নিজেকে সবসময় লালন করেছি,জেল,জুলুম, মামলা -হামলার তোয়াক্কা না করে সবসময় রাজপথে সক্রিয় ছিলাম,কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে বিএনপির মতো মহিরুহ সংগঠনের প্লাটফর্মে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, দিদারুল ইসলাম বলেন, আমি অজ্ঞীকার করছি ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপি’কে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে আমার সমস্ত মেধা,শ্রম,শক্তি ও হৃদয়ের সর্বোচ্চ নিবেদন উৎস র্গ করবো ইনশাআল্লাহ।