জিলাপ আইটিইউসি-বিসি’র মাধ্যমে সমবায় সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে– হিতোশী সুযোকী।
শামসুল আলম রানা চ্যানেল টেন টিভি চট্টগ্রাম
জাপান ইন্টারন্যাশনাল লেবার ফেডারেশন-জিলাপ প্রতিনিধিদের চট্টগ্রাম আগমন উপলক্ষে বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ অন্তর্ভুক্ত ফেয়ার শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে বিএলএফ চট্টগ্রাম কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিলাপের ডিপোটি সেক্রেটারি জেনারেল হিতোশী সুযোকী, পোগ্রাম ম্যানাজার ইয়াকো কাতো, আইটিইউসি প্রতিনিধি শহিদুল্লাহ বাদল।
সমিতির সভাপতি সৈয়দ রবিউল হক শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমেদ মিঞা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহেব উল্লাহ, নুরুল আফসার ভূঁইয়া, নুরুল আবছার তৌহিদ, মোহাম্মদ সেলিম মিয়া, হাজী আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম ভূঁইয়া, তাসফিয়া সুলতানা মীম।
প্রধান অতিথির বক্তব্যে হিতোশী সুযোকী বলেন জিলাপ আইটিইউসি র মাধ্যমে বাংলাদেশে ২০১১ সাল থেকে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকদের স্কীল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আর্থিক সহযোগিতা করছে। যদিও বাজেট অতিতের চেয়ে কম তারপরও বিএলএফ তাদের কর্মসূচি চলমান রেখেছে।
তিনি ফেয়ার শ্রমজীবী সমবায় সমিতির চলমান ভোকেশনাল ট্রেনিং-এর ভূয়সী প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে রবিউল হক শিমুল সমবায় সমিতির পাশাপাশি চট্টগ্রামে চলমান শ্রমিক সমস্যা নিয়ে বক্তব্য দেন।
তিনি জাপানী প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জাহাজ ভাঙ্গা শ্রমিকরা তাদের ন্যার্য্য মজুরী ও কাজের নিরাপত্তা পাচ্ছেনা। বন্দর নিয়ে সরকারি অযৌক্তিক সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নিবেনা। এছাড়াও রেস্টুরেন্টে, এলুমিনিয়াম, নির্মাণ ও পরিবহন খাতের বিভিন্ন ইস্যুতে শ্রমিক নির্যাতনের কথা তুলে ধরেন।