Search
Close this search box.

ট্রাম্পকে বিধ্বস্ত ইউক্রেন সফরের অনুরোধ জেলনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, অনুগ্রহ করে আমাদের দেশের মানুষ, শিশু, আহত যোদ্ধা, ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল ও গির্জা দেখে যান।

সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ অনুরোধ জানান জেলনস্কি। এই সাক্ষাৎকার নেওয়া হয় সুমি শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলার আগেই, যেখানে অন্তত ৩৪ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন।

রাশিয়া এখনো এই হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্প বলেন, তিনি শুনেছেন এটি একটি ভুল ছিল, যদিও এই মন্তব্য কোথা থেকে এসেছে তা স্পষ্ট করেননি তিনি। জার্মানির চ্যান্সেলর-ইন-ওয়েটিং ফ্রিডরিখ মের্জ এই হামলাকে গুরুতর যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন।

হামলার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে ভয়ঙ্কর বলে আখ্যা দেন এবং জানান, তারা (রাশিয়া) ভুল করেছে—তবে এই বিষয়ে তিনি আর বিস্তারিত বলেননি। ট্রাম্পের বিশেষ দূত, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগ বলেন, এই হামলা নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছে।

তবে ট্রাম্প জেলেনস্কির আমন্ত্রণ গ্রহণ করবেন কি না, তা এখনো অনিশ্চিত। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ একমাত্র ব্যক্তি যিনি কিয়েভ সফর করেছেন, তিনি হচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে তার সফরের উদ্দেশ্য ছিল ইউক্রেনকে একটি খনিজসম্পদ সংক্রান্ত চুক্তিতে সই করাতে চাপ দেওয়া। ওই চুক্তি ওয়াশিংটনের পক্ষে একতরফাভাবে ঝুঁকে ছিল, যার কারণে জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন।