ডবলমুরিং থানায় ওসি বাবুল আজাদের জনমুখী সেবা: বিচারপ্রার্থীদের মুখে হাসি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানায় সাধারণ মানুষকে আইনি সহায়তা ও সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছেন অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ। তাঁর জনমুখী কার্যক্রমে বিচারপ্রার্থীরা সুফল পাচ্ছেন, যা জনমনে আস্থা ফিরিয়ে আনছে।

ওসি বাবুল আজাদ গণমাধ্যমকে জানান, তাঁর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে কোনো টাকা লাগে না। অভিযোগ পাওয়ার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।

সম্প্রতি, সানজিদা নামের একজন ভুক্তভোগী তাঁর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনীতে তাঁদের পারিবারিক জমি নিয়ে চাচার সাথে মামলা চলছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত তাঁদের পক্ষে রায় দিলেও, দুঃখজনকভাবে তৎকালীন সময়ে তাঁরা পুলিশের কোনো সহযোগিতা পাননি। ফলে, আদালতের রায় পাওয়ার পরও বিগত আড়াই বছর ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছিল তাঁদের। রোদ-বৃষ্টিতে চরম কষ্টের মধ্যে দিন কাটছিল তাঁদের।

তবে, গত ১৪ই জুলাই ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদের সহযোগিতায় তাঁরা অবশেষে নিজেদের ঘরের টিন লাগাতে পেরেছেন। সানজিদা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ওসির সক্রিয় সহযোগিতায় তাঁরা নিজেদের বাড়ি ফিরে পেয়েছেন।

ওসি বাবুল আজাদের এই ধরনের মানবিক ও দ্রুত পদক্ষেপ ডবলমুরিং থানার প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। তাঁর নেতৃত্বে থানাটি জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।