সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো একসঙ্গে জয়ী হয়েছেন স্বামী ও স্ত্রী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের প্রার্থী হিসেবে তারা নির্বাচিত হয়েছেন।
ইংরেজি বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী রায়হান উদ্দিন নির্বাচিত হয়েছেন কার্যনির্বাহী সদস্য পদে, আর একই বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী উম্মে সালমা নির্বাচিত হয়েছেন কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে।
জয়ের পর রায়হান উদ্দিন বলেন, প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন কঠোর পরিশ্রম করার, শিক্ষার্থীদের কাছে যাওয়ার, তাদের কথা শোনার। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন—এটি যেমন আনন্দের জায়গা, তেমনি বড় দায়িত্বও। আমরা সেলিব্রেশন করব না, আমাদের কাজই হবে সেলিব্রেশন।
তিনি আরও যোগ করেন, সত্যিকারের অর্জন তখনই হবে, যখন দায়িত্ব শেষে শিক্ষার্থীরা বলবেন—‘তোমরা দুর্দান্ত কাজ করেছ।
স্বামী-স্ত্রী দুজনেরই জয় প্রসঙ্গে উম্মে সালমা বলেন, “আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা দুজনই জয়ী হয়েছি, শিক্ষার্থীরা আমাদের আস্থা রেখেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।”
নিজের পদ নিয়ে উম্মে সালমা বলেন, “আমি আমার ইশতেহার বাড়তি সাজাইনি। সবসময় শিক্ষার্থীদের সমস্যার সমাধান নিয়েই কাজ করেছি। এখন দায়িত্ব পেয়ে প্রথমে কাজ করব মাতৃত্বকালীন ছুটিকে বাধ্যতামূলক করার জন্য। অনেক আপুকে ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতার কারণে পড়াশোনা বন্ধ করতে হয়—এটা পরিবর্তন জরুরি।”
তিনি আরও জানান, ক্যাম্পাসে সায়েল কর্নার স্থাপন, কমন রুম ও ক্যাফেটেরিয়ায় সুপেয় পানির ফিল্টার স্থাপন, খাবারের মান উন্নয়ন এবং পুষ্টিবিদের পরামর্শে স্বাস্থ্যকর খাবার সরবরাহ ।
উম্মে সালমা বলেন, “আমি চাই আমাদের ভাই-বোনেরা যেন পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে। ইনশাআল্লাহ, সে লক্ষ্যেই কাজ করব।”
ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী একসঙ্গে জয়ী
ইংরেজি বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী রায়হান উদ্দিন নির্বাচিত হয়েছেন কার্যনির্বাহী সদস্য পদে, আর একই বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী উম্মে সালমা নির্বাচিত হয়েছেন কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে।
জয়ের পর রায়হান উদ্দিন বলেন, প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন কঠোর পরিশ্রম করার, শিক্ষার্থীদের কাছে যাওয়ার, তাদের কথা শোনার। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন—এটি যেমন আনন্দের জায়গা, তেমনি বড় দায়িত্বও। আমরা সেলিব্রেশন করব না, আমাদের কাজই হবে সেলিব্রেশন।
তিনি আরও যোগ করেন, সত্যিকারের অর্জন তখনই হবে, যখন দায়িত্ব শেষে শিক্ষার্থীরা বলবেন—‘তোমরা দুর্দান্ত কাজ করেছ।
স্বামী-স্ত্রী দুজনেরই জয় প্রসঙ্গে উম্মে সালমা বলেন, “আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা দুজনই জয়ী হয়েছি, শিক্ষার্থীরা আমাদের আস্থা রেখেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।”
নিজের পদ নিয়ে উম্মে সালমা বলেন, “আমি আমার ইশতেহার বাড়তি সাজাইনি। সবসময় শিক্ষার্থীদের সমস্যার সমাধান নিয়েই কাজ করেছি। এখন দায়িত্ব পেয়ে প্রথমে কাজ করব মাতৃত্বকালীন ছুটিকে বাধ্যতামূলক করার জন্য। অনেক আপুকে ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতার কারণে পড়াশোনা বন্ধ করতে হয়—এটা পরিবর্তন জরুরি।”
তিনি আরও জানান, ক্যাম্পাসে সায়েল কর্নার স্থাপন, কমন রুম ও ক্যাফেটেরিয়ায় সুপেয় পানির ফিল্টার স্থাপন, খাবারের মান উন্নয়ন এবং পুষ্টিবিদের পরামর্শে স্বাস্থ্যকর খাবার সরবরাহ ।
উম্মে সালমা বলেন, “আমি চাই আমাদের ভাই-বোনেরা যেন পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে। ইনশাআল্লাহ, সে লক্ষ্যেই কাজ করব।”
দেশে ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে দেওয়ার মূলহোতা টেকনাফ থেকে গ্রেফতার হয়েছেন
চট্টগ্রামে শিবিরের ২ নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী একসঙ্গে জয়ী
ডাকসু নির্বাচনে দুটি বিষয় কাজ করেছে: মির্জা আব্বাস
ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি, শিক্ষা না নিলে ভুলের মাসুলের আশংকায় বিএনপি নেতা
ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।