থেকে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার: অভিযানে ডিবি উত্তর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ২৩ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবছার আলী (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকার মেরিডিয়ান হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

অভিযানের বিবরণ

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তর বিভাগের টিম-০৪ এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আবছার আলী কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকার মৃত কোরবান আলীর ছেলে। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মামলা ও পূর্ব অপরাধ রেকর্ড

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামীদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং- ১৫) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবছার আলীর বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে:

কর্ণফুলী থানা: এফআইআর নং-২২ (১২ মে, ২০২৫)

কর্ণফুলী থানা: এফআইআর নং-৩৩ (২৬ মে, ২০২৪)

পুলিশি ভাষ্য

ডিবি সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টাও চলছে।