Search
Close this search box.

দক্ষিণ আফ্রিকায় স্বর্ণ খনিতে আটকে পড়ে ৭৮ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় স্বর্ণ খনির ভেতরে আটকা পড়ে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট প্রদেশের স্টিলফোন্টেইন স্বর্ণের খনি থেকে গেল তিন দিনে উদ্ধার অভিযান চালিয়ে ৭৮ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জীবিত উদ্ধার হয়েছে আরো ২১৬ জনকে। বেকারত্ব আর অর্থনৈতিক টানাপড়েনের কারণে বাধ্য হয়ে জিম্বাবুয়ে আর মোজাম্বিক থেকে দক্ষিণ আফ্রিকার স্বর্ণের খনিতে অবৈধভাবে কাজ করতে আসেন অনেক খনি শ্রমিক।

যা অনেক বেশি বিপজ্জনক। ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ১৫শ এর বেশি অবৈধ খনি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।