দেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়: আলহাজ্ব আবু তাহের

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, বাংলাদেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণ মূলক নির্বাচন চায়। কারণ একটি দেশের উন্নয়ন অগ্রগতি, গণতন্ত্র নির্বাচিত সরকারের মাধ্যমে সুনিশ্চিত হয়। তাই আমরা জাতীয় পার্টি মনে করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে নির্বাচন হওয়া উচিত। দেশের সব রাজনৈতিক দল নির্বাচন চায়। শুধু এক-দুটি রাজনৈতিক দল ছাড়া সবাই নির্বাচন চায়।

আজ ২ আগস্ট শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার ও জাতীয় পার্টির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবে জাতীয় পার্টির অবদানের কথা স্বীকার করে জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের বলেন,
জুলাই বিপ্লবে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের অকুণ্ঠ সমর্থন সহ দলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলনকে সেদিন বেগবান করেছে। তাই জুলাই বিপ্লবে জাতীয় পার্টির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, জাতীয় পার্টির মত সমগ্র জনগণের এক বিরাট অংশের প্রতিনিধিত্বকারীদের বাহিরে রেখে নতুন বন্দোবস্ত, সংস্কার নির্বাচন কিছুই সম্ভব নয়। দেশের অর্থনৈতিক, প্রশাসন ও জনগণের অধিকার রক্ষায় প্রজ্ঞাবান দূরদর্শী ও সাহসী নেতৃত্বের পরামর্শ প্রয়োজন। জাতীয় পার্টি এদেশের সংস্কার উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা করে ৯ বছর দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনাকারী তৃতীয় বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠিত। নতুন বাংলাদেশ অথবা নতুন বন্দোবস্ত একক কোনো সিদ্ধান্তে হয় না। সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য প্রকাশ্যে চাঁদাবাজি মব ভায়োলেন্স আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে বলেন, এইভাবে একটি দেশ চলতে পারে না। তিনি জাতীয় পার্টির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ নগর যুগ্ম আহ্বায়ক কে.এম. আবছার উদ্দিন রনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান খান, হাজী শওকত আকবর, এড. লিটন কান্তি গুহ, ফজলে আজিম দুলাল, নাছির উদ্দিন ছিদ্দিকী, সার্জেন্ট (অব:) আবু তাহের ও বাবুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা জহুর উদ্দিন জহির, কায়সার হামিদ মুন্না, এম. আজগর আলী, সালামত ভূঁইয়া, শাহাদাত হোসেন স্বপন, মো. ফয়েজ, মো. সাহাবউদ্দিন, সেলিম উদ্দিন চৌধুরী, শ্রমিক নেতা জসিম উদ্দিন, এনামুল হক বেলাল, হাফেজুর রহমান মিন্টু, মোস্তাফিজুর রহমান রাসেল, পংকজ বড়ুয়া, নীল কমল সুশীল, সিরাজুল ইসলাম সিরাজ, মো. হাসান আলী, এম.এ. শুক্কুর, আশিকুর রহমান, নুর আলী সওদাগর, জাহিদ হোসেন, আরমান মিয়া, ফিরোজ আহমদ খোকন, পিকাশ শীল সাগর, জাহিদুল আলম বাচ্চু, কামাল উদ্দিন মাসুদ, সাইফুল ইসলাম, ছাত্রসমাজ নেতা শরিফুল মোল্লা নিরব, জবিরুল হক সোহাগ, যুবনেতা সোলায়মান রনি, মো. মামুন, নজরুল ইসলাম, সৈয়দ মামুন উদ্দিন, নুরুজ্জামান প্রমুখ।

জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে মহানগর জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে নগরীর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।