Search
Close this search box.

দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে আজ

ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে দেয়া ১২০ ঘন্টার আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। আর বর্ধিত ৫ দিনের শেষদিকে বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।