১/১/২০২৫ বুধবার অনুষ্ঠিত হলো দেশের শীর্ষ ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান একরাম ল্যাবরেটরিজ এর ‘বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২৪। একরাম ল্যাবরেটরীজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একরামুল হক খান
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থপনা পরিচালক এডভোকেট সাইরুন নাহার যেখানে ২০২৪ সালে সাফল্য অর্জনের জন্য তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান। পাশাপাশি ২০২৫ সালে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন। সম্মেলনে ২০২৪ সালের সার্বিক সাফল্য এবং ২০২৫ সালের সামগ্রিক কর্মপরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা আলোচনা করা হয়।
পরিশেষে ২০২৪ সালের সেরা সাফল্য অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। প্রথমবারের মতো একরাম ল্যাবরেটরিজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেরা সাফল্য অর্জনকারীরা পুরস্কার গ্রহণ করেন চট্টগ্রামের আর এস এম রতন কান্তি দাশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিভিশনের পরিচালক রাজীব চন্দ দাশ, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহিদুল্লা মোস্তফা নাছির উদ্দিন, ইমা আক্তার মোহাম্মদ আবদুল হালিম, সাইজ উদ্দিন সহ সকল কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।